নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক বক্তব্যে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্যের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি খালেদা জিয়ার কথায় প্রাণনাশের হুমকি দেখছেন শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় নিজের এই আশঙ্কার বিষয়টি প্রকাশ করেন শেখ হাসিনা।
পত্রিকার খবরে বলা হয়, শনিবার বিএনপির কাউন্সিলের রুদ্ধদ্বার অধিবেশনে খালেদা জিয়া ‘শেখ হাসিনাকে বাদ দিয়েই আগামী নির্বাচন হবে’ বলেছিলেন।
দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের বৈঠকের শুরুতেই শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেখলাম, হাসিনাবিহীন নির্বাচনের কথা বলেছেন। হাসিনাবিহীন নির্বাচন বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাইছেন? ২১ অগাস্টের মতো আবার গ্রেনেড হামলা বা আবার হত্যার পরিকল্পনা করছে কি না? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।
তিনি বলেন, তার মানে আরও কিছু একটা ষড়যন্ত্রের ঘোঁট পাকাচ্ছে সে (খালেদা জিয়া)। কারণ, আর কোনো পথ তার (খালেদা জিয়া) নেই।
২০০৪ সালের ২১ আগস্টে হামলার আগে বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের বক্তব্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যে পথে আমার বাপ গেছে, সে পথেই আমাকে যেতে হবে- এমন বক্তব্যও দিয়েছিল তারা।
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বলেছিলেন ‘শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নয়ই বিরোধীদলীয় নেতাও হতে পারবে না’। আমি আর রাজনীতি করতে পারব না। মানে, আমার অস্তিত্বই থাকবে না। এবং তারপরই হল ২১ আগস্টের গ্রেনেড হামলা।
কোটালীপাড়ায় জনসভাস্থল থেকে বোমা উদ্ধার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সে সময় একটা ৭৪ কেজি বোমা আরেকটা ৭৬ কেজি বোমা, দুটো বোমা পাওয়া গিয়েছিল। সেই সমাবেশে বোমা হামলার চক্রান্ত করা হয়েছিল। বিএনপি নেত্রী ও তার নেতারা একই বক্তৃতা দিয়েছেন। ২০০০ সালে আমাকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে সরকার পতন করবে।
তিনি বলেন, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ কাজ দিয়েছে, যতক্ষণ কাজ শেষ না হবে, ততক্ষণ আল্লাহ হেফাজত করবে। দেশবাসীর জন্য কাজ করি। দেশবাসীর দোয়া আছে। দেশবাসীর কল্যাণের জন্যই আল্লাহ বাঁচিয়ে রাখবে।
শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেন।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস