সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১২:২২:৩২

শ্যালা নদীতে জাহাজ চলাচল বন্ধ

শ্যালা নদীতে জাহাজ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : একের পর এক নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবার সকালে সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ‘ডলফিনের অভয়াশ্রমে’ শ্যালা নদীতে শনিবার সন্ধ্যায় ১২শ' ৩৫ মেট্রিক টন কয়লাবোঝাই লাইটারেজ জাহাজডুবির ঘটনায় বন বিভাগেড়র পক্ষ থেকে জাহাজটির মালিকসহ ৬ জনকে আসামি করে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।

এদিকে রবিবার মধ্যরাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বাদী হয়ে তলাফেটে ডুবে যাওয়া এমভি সী হর্স-ওয়ান এর মালিক মনিরা কবির, সমতা শিপিং এজেন্ট মালিক আজিজুর রহমান, ম্যানেজার জামাল হোসেন, জাহাজের মাস্টার মো. সিরাজুর ইসলাম মোল্লা, পাইলট মো. ইসমাইল হোসেন ও শুকানী শহিদুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলায় কয়লাবোঝাই জাহাজডুবির কারণে সুন্দরবনের ডলফিনের অভয়াশ্রমের জলজ প্রাণী ও বনজ সম্পদসহ জীববৈচিত্র্যের  ক্ষয়ক্ষতির উল্লেখ করা হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার ফারুকুল ইসলাম জানিয়েছেন, কার্গো জাহাজটি বর্তমানে ৩০ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। তবে ডুবন্ত জাহাজটির অবস্থান নির্ণয় করে সেখানে মার্কিংয়ের ব্যবস্থা করেছে। তবে সোমবার সকাল পর্যন্ত শুরু হয়নি ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটির উদ্ধার অভিযান।

 

০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ওয়েল ট্যাঙ্কার ডুবির পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে মংলা বন্দরের বিকল্প নৌ পথ মংলা-ঘষিয়াখালী বন্ধ থাকায় কিছুদিনের মাথায় শ্যালা নৌ পথটি পুনরায় চালু করে বিআইডাব্লিটিএ।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে