নিউজ ডেস্ক : আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার জামিন স্থগিতই থাকছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ জামিনের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে।
এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন এক সপ্তাহ স্থগিত করেছিল।
সোমবার দুদকের ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট মির্জা আব্বাসকে এই মামলায় স্থায়ী জামিন দিয়েছে।
জামিনসংক্রান্ত হাইকোর্টের ওই রায় এখনো প্রকাশ পায়নি। রায় প্রকাশ পেলে কি পর্যবেক্ষণ দিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে তা জানা যাবে। এরপর আপিল বিভাগ ওই জামিন আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ১ সপ্তাহ বৃদ্ধি করে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ এ মামলায় মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দেন।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস