সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০২:৪০:৪১

মান্নাকে কেন জামিন নয়: হাইকোর্ট

মান্নাকে কেন জামিন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকনের ডিভিশন বেঞ্চ সোমবার এ রুল জারি করে।

সেনাবাহিনীকে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন যাবত কারাগারে বন্দী রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য জামিন প্রয়োজন।

শুনানিতে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

সেনা বিদ্রোহে উস্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মান্নাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে