নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশনের (ইন্টারপোল) জারি করা রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এ সংক্রান্ত যাবতীয় প্রমাণাদি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে লন্ডনে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, আজ সোমবার বিকেলে লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সমাবেশে ওই গ্রেনেড হামলায় ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারেক রহমান। ১/১১ এর প্রেক্ষাপটে গত ছয় বছর ধরে তিনি চিকিৎসার জন্য পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস