নিউজ ডেস্ক : জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে বিকৃত করে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন।
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বক্তব্যে বলেছেন, ‘প্রতিহিংসার রাজনীতি ধ্বংস করে দিচ্ছে, আমরা কি বেরিয়ে আসতে পারি না’। ‘নির্বাচনে অংশ নেবেন তবে হাসিনার অধীনে নির্বাচন হবে না’ বিষয়টা এমন ছিল। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
ফখরুল বলেন, রাজনীতি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার আহ্বানে সাড়া না দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের এমপি মন্ত্রীরা সব সময় বিষোদগার করছেন। প্রতিহিংসা থেকেই রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে এমন বক্তব্য দিচ্ছেন।
এসময় প্রতিহিংসা পরায়ন না হয়ে খালেদা জিয়ার বক্তব্য গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সদ্য সমাপ্ত দলটির কাউন্সিলের মাধ্যমে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইতিবাচক রাজনীতি সূচনা হয়েছে। কাউন্সিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া কাউন্সিলে তার বক্তব্যে দেশে চলমান সংকট মোকাবেলায় করণীয় তুলে ধরেছেন।
ফখরুল বলেন, খালেদা জিয়া কাউন্সিলে যে বক্তব্য দিয়েছেন তা সবার সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অতি অল্প সময়ের মধ্যে দলটির নতুন কমিটি ঘোষণা করবেন।
কাউন্সিল পূর্ববর্তী ও পরবর্তী অনুষ্ঠান সুন্দরভাবে প্রচার করায় গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান তিনি। গণমাধ্যমের রিপোর্ট সম্মেলনকে উপকৃত করেছে বলেও মনে করেন ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমূখ।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস