ঢাকা : ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
দিবসটি উপলক্ষে ওইদিন ভোর ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬ টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা এবং সকাল ৭ টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ৮-৩০ টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেল ৩-০০ টায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্র ও অঙ্গ সংগঠনসমূহ স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।
অনুরুপভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা, মহানগর ও উপজেলায় দলের স্থানীয় কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় সুবিধানুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হবে।
২১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম