ঢাকা : কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে নাগরিকত্ব পেতে লাগবে ১০ লাখ মার্কিন ডলার। ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ২০ লাখ ডলার স্থানান্তর করলে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে তাকে।
এমন বিধান রেখে সোমবার জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন-২০১৬-এরও অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিদেশিদের নারিকত্ব দেয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে ৫ লাখ ইউএস ডলার বিনিয়োগ আর ১০ লাখ ইউএস ডলার স্থানান্তর করলে বিদেশিদের নাগারিকত্ব দেয়ার বিধান ছিল। নতুন খসড়ায় তা দ্বিগুণ করা হয়েছে।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম