মাহমুদ আজহার : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ভোট আজ। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে এই প্রথম গ্রামেগঞ্জে ভোট হচ্ছে। ভোট কেন্দ্র দখলসহ নানা শঙ্কা সত্ত্বেও ভোটাভুটির শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিকে মাঠে সক্রিয় থাকতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন জেলা নেতারা। এ নিয়ে আজ দিনভর গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষণ টিম কাজ করবে। জেলা ও উপজেলা নেতারা ইউপি ভোট নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। কোনো সমস্যা স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রকে তাত্ক্ষণিক জানাতে বলা হয়েছে।
দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির অভিযোগ, ইউপি নির্বাচন কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় ও হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। গতকালও কেরানীগঞ্জের আগানগর বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী আলম শরীফকে গ্রেফতার করা হয়েছে। ওই উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে সাদা পোশাকে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।
এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদারবুনিয়া ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী দুলাল মাতব্বরের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশের ভয়ে সপরিবারে এলাকা ছেড়েছেন তিনি। তার নির্বাচনী এজেন্টসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিঘাই ইউনিয়নে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, ইউপি নির্বাচন ঘিরে গতকালসহ গত কয়েক দিনে মাঠ পর্যায়ে হামলা-সহিংসতাসহ নানা চিত্র দেখে হতাশ দলের হাইকমান্ড। সরকারি দলের নেতা-কর্মীদের তাণ্ডবে প্রায় শত ইউপিতে প্রার্থীই দেওয়া সম্ভব হয়নি। তা ছাড়া কাউন্সিল নিয়ে গত কয়েক দিন ব্যস্ত সময় কেটেছে নেতা-কর্মীদের। এখনো নেতা-কর্মীরা কমিটিতে পদ-পদবি নিয়েও তদবির চালিয়ে যাচ্ছেন। প্রথম ধাপের ইউপি নির্বাচনে কেন্দ্রও সেই অর্থে প্রস্তুতি নিতে পারেনি।
গত রাতে সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনের চিত্র তুলে ধরেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবিও জানিয়েছেন তিনি।
ইউপি নির্বাচন পর্যবেক্ষণে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। নির্বাচনের আগেই ক্ষমতাসীনরা স্থানীয় প্রশাসনের সহায়তায় বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা-মামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে প্রভাব বিস্তার করছে। অতীতের নির্বাচনের মতোই কেন্দ্র দখলের মহোৎসবের আলামত আমরা পাচ্ছি। তার পরও বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৮০ ভাগ ইউপিতেই জয়ী হব। সরকার ও নির্বাচন কমিশনকে বলব, জনগণের ভোটাধিকার হরণের পরিণতি ভালো হবে না।’
দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ‘গত কয়েক দিনের সংঘাত-সংঘর্ষের ঘটনায় আমরা বুঝতে পারছি, ইউপি নির্বাচনেও ক্ষমতাসীনরা ভোট ডাকাতি করবে। এ সরকার যে ভোটবিহীন, তা স্থানীয় সরকারের নির্বাচনেও প্রমাণ মিলছে। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হতে পারে না, তাও দেশবাসী জেনে গেছে। তার পরও গণতন্ত্রের স্বার্থে বিএনপি স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেবে।’
রিজভীর সংবাদ সম্মেলন : এদিকে আজকের ইউপি নির্বাচনে অনিয়মের সামগ্রিক চিত্র তুলে ধরে বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী গত রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভোটকে কেন্দ্র করে দেশজুড়ে সরকারের গুণ্ডাবাহিনীর তাণ্ডব বাড়ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে। তারা নির্বাচন নিয়ে বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডকে আশকারা দিচ্ছে। কমিশন নিজস্ব শক্তি অস্বীকার করে সরকারের পদলেহন করছে। এ জন্যই দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চারটি, রামগতির দুটি ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় পুলিশ ও ঢাকায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার হচ্ছে না। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সরাসরি বিএনপির প্রার্থী এবং তাদের নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও সমর্থকদের গুম-হত্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার ভয় দেখাচ্ছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট অঞ্চলে বিএনপির প্রার্থীকে মামলায় জড়ানো হয়েছে। -বিডি প্রতিদিন
২২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস