মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৬:২৫:০৫

‘এক নেতার এক পদ’ নীতির ব্যাখ্যা বিএনপির

‘এক নেতার এক পদ’ নীতির ব্যাখ্যা বিএনপির

নিউজ ডেস্ক : বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলে যেসব বিষয়ে গঠনতন্ত্র সংশোধনী হয় তা তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলে এক নেতা এক পদের বেশি থাকতে পারবেন না। গতকাল বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বিষয়টির ব্যাখ্যা করে বলেন, ‘এক ব্যক্তির এক পদ’-এর ধারা-সংবলিত বিধানের কারণে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির কর্মকর্তারা অন্য কোন পদে থাকতে পারবেন না। একইভাবে যারা জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকবেন তারা অন্য কোন পদে থাকতে পারবেন না।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বাড়াতে গঠনতন্ত্র সংশোধন করা হয়। গঠনতন্ত্র সংশোধনীর আরও বেশ কিছু প্রস্তাব অনুমোদন করেন কাউন্সিলররা। এর মধ্যে আছে- ভাইস চেয়ারম্যান পদ ১৭টি থেকে ৩৫টিতে উন্নীতকরণ, চেয়ারপারসনের পদের সংখ্যা তুলে দেয়া, সদস্যদের চাঁদা ও শাস্তি, বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদক ও তার অধীনে দুটি করে সহ-সম্পাদক পদ এবং বিষয়ভিত্তিক উপ-কমিটি গঠন।

উপ-কমিটিগুলো হচ্ছে- অর্থ ও পরিকল্পনা, জনস্বাস্থ্য পরিবার কল্যাণ, আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, শিল্প ও বাণিজ্য, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, শ্রম ও প্রবাসী কল্যাণ, যোগাযোগ ও গণপরিবহন, এনার্জি ও খনিজ সম্পদ, মানবাধিকার, বন্যা নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ, সুশাসন ও জনপ্রশাসন, মানবসম্পদ উন্নয়ন, জাতীয় সংহতি ও এথনিক মাইনোরিটি।

আন্তর্জাতিক বিষয়ক সাতটি সহ-সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে। ধর্ম বিষয়ক তিনজনের স্থলে চারজন সহ-সম্পাদক এবং প্রশিক্ষণ, পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক দুটি করে সহ-সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া অর্থনীতি, জলবায়ু, প্রশিক্ষণ, গণশিক্ষা, বন ও পরিবেশ, স্বনির্ভর, তাঁতী বিষয়ক, তথ্যপ্রযুক্তি বিষয়ক, প্রবাসী কল্যাণ, বিজ্ঞান প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, মানবাধিকার, উপজাতি বিষয়ক একটি করে সহ-সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে। ক্ষুদ্র ঋণ বিষয়ক একটি সম্পাদকীয় ও একটি সহ-সম্পাদক পদ সৃষ্টি করা হয়েছে।

গঠনতন্ত্র সংশোধনীতে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য ধারায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার সমুদয় দায়িত্ব পালনের বিধান সংযোগ করা হয়েছে। এছাড়া চেয়ারপারসনের কার্যালয়ের অধীনে দলের নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র, দলের সামগ্রিক সামর্থ্য বাড়ানোর একটি গবেষণা কেন্দ্র এবং ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক মিডিয়ার মাধ্যমে দলের প্রচার কাজ জোরদার ও ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য একটি মিডিয়া উইং প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।

দলের চেয়ারপারসন স্বয়ং অথবা তার প্রতিনিধির মাধ্যমে এসব বিশেষায়িত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন। দলের ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপির প্রতিষ্ঠার তারিখ সংযোগ করা হবে। একইসঙ্গে জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি সংযুক্ত করা হবে। -এমজমিন

২২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে