মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ১২:৩১:২৫

সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের একটি কোম্পানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। লোপাট হওয়া ৮০০ কোটি টাকা লেনদেনে সহায়তাকারী রেমিট্যান্স কোম্পানি ফিলরেম ক্ষতিপূরণ বাবদ এক কোটি ফিলিপিনো পেসো ফিরিয়ে দিতে চেয়েছিল। যা বাংলাদেশি টাকায় এই অর্থের মূল্য দাঁড়ায় এক কোটি ৭৬ লাখ টাকা।

ফিলিপাইনের একজন সিনেটর বলেন, ‘বাংলাদেশ ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা এক কোটি পেসোর ব্যাপারে আগ্রহী নয়। তারা ৮১ মিলিয়ন ডলার পুনুরুদ্ধারে আগ্রহী।’

বৃহস্পতিবার ফিলিপাইন সিনেটে অর্থ পাচার কেলেঙ্কারীর শুনানিতে ফিলরেমের মালিক সালুদ বাউতিস্তা বলেন, অর্থ লেনদেনে সহায়তা করে তার কোম্পানি যে টাকা লাভ করেছে সেটি ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসে ফিরিয়ে দিতে চান তারা।

এছাড়া অর্থ আত্মসাতের ঘটনায় তার কোম্পানি জড়িত থাকায় তিনি ক্ষমাপ্রার্থনা করেন এবং বলেন এটি ‘অনিচ্ছাকৃত’।
২২ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে