মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ১০:৪৪:৪০

সাততলা বস্তিবাসীদের জন্য আনিসুল হকের আরেকটি মহতী উদ্যোগ

সাততলা বস্তিবাসীদের জন্য আনিসুল হকের আরেকটি মহতী উদ্যোগ

ঢাকা : সাততলা বস্তিবাসীদের দারুণ সুখবর দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক।  এখন থেকে সাততলা বস্তি ‘আদর্শ নগর’ নামে পরিচিত হবে।  

আনিসুল হক বলেছেন, ঢাকা শহরের বস্তিবাসীরা ওয়াসার পানির বিল ৯৫ ভাগ পরিশোধ করেন।  তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার।  ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে এই বস্তিবাসীদের পুর্নবাসন করা হবে।  

২২ মার্চ মঙ্গলবার রাজধানীর মহাখালী আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড, ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন এবং ওয়াটার এইড এ আলোচনা সভার আয়োজন করে।  আলোচনা ছাড়াও কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং স্যানিটেশনের ওপর পুরস্কার বিতরণ।

এ সময় তিনি ‘বস্তিবাসী’ না বলে তাদের সাধারণ জনগণ হিসেবে বিবেচনার আহ্বান জানান।  মেয়র বলেন, সাততলা বস্তির নাম পরিবর্তন করে এর নাম ঘোষণা করেন ‘আর্দশ নগর’।  আগামী ২ বছর ওই নাম চর্চার পরামর্শ দেন তিনি।

এনজিওগুলোর উদ্দেশ্যে আনিসুল হক বলেন, বস্তিবাসীদের পুর্নবাসন বিষয়ে বিকল্প কী করা যায় তা চিহ্নিত করতে হবে।  দরকার হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে।

উত্তর সিটির ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গ্রুপ ডিরেক্টর (প্রোগ্রাম অ্যান্ড স্পনসরশিপ) চন্দন জেট গমেজ প্রমুখ।  

উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও ‘আদর্শ নগর’বাসী।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে