নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনো মামলা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন দেখতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যেখানে বলা হয়েছে, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে (ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের) বিরুদ্ধে হারানো অর্থ ফেরত পেতে আইনসম্মত দাবি পেশের ক্ষেত্র তৈরি করছে’ কেন্দ্রীয় ব্যাংক।
তবে এর আগে এক বিবৃতিতে ফেডারেল রিজার্ভ বলেছে, তাদের সিস্টেমের কোনো লঙ্ঘন হয়নি এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই মানসম্মত প্রক্রিয়া অনুসরণ করেই ফেব্রয়ারির শুরুতে ওই অর্থ স্থানান্তর করা হয়।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস