নিউজ ডেস্ক : কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান হোসেন আলীকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি কর্মকান্ডের ওপর নজরদারিকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এসইটিই (সাইট) ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে।
কুড়িগ্রামের গাড়িয়ালপাড়া এলাকায় মঙ্গলবার সকালে হাটতে বের হন। তখন হঠাৎ মোটর সাইকেলে করে তিনজন যুবক আসে, তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে হোসেন আলীর গলা এবং ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই হোসেন আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, হোসেন আলী ১৯৯৯ সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হন। তবে তিনি ধর্ম প্রচারক ছিলেন না।
সাইট ইন্টেলিজেন্স বলেছে, টুইটারে আইএস বলেছে, অন্যদের শিক্ষা দেয়ার জন্য এই ধর্মপ্রচারককে হত্যা করা হয়েছে। তারা বলেছে, এটা অন্যদের জন্য একটি শিক্ষা।
কুড়িগ্রাম জেলার এসপি তোবারক উল্লাহ বলেছেন, মর্নিংওয়াক করার সময় তিন হামলাকারী হোসেন আলীকে কুপিয়েছে। এরপর তারা আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত কয়েক মাসে দু’জন বিদেশীকে হত্যা, সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা, ধর্মীয় বিভিন্ন গ্রুপের ওপর হামলার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু পুলিশের দাবি, এসব হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় জঙ্গি গ্রুপ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস