বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৩:৫৫:১৭

সংসদ নির্বাচন দিয়ে বিশ্বের মানুষের কাছে প্রমাণ করুন : বি. চৌধুরী

 সংসদ নির্বাচন দিয়ে বিশ্বের মানুষের কাছে প্রমাণ করুন : বি. চৌধুরী

ঢাকা : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে।  যদি এটাই সত্য মনে হয় তাহলে কিছুদিনের জন্য সরকার থেকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিন।  


তিনি বলেন, অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচন দিয়ে নিজেদের গণতান্ত্রিক প্রমাণ করুন।  

বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বলেন, আমি সরকারকে আহ্বান করবো, অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে বিশ্বের মানুষের কাছে প্রমাণ করুন, আপনাদের সরকার আসলেই গণতান্ত্রিক!
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে