বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৩:৫৫:৩৮

আওয়ামী লীগ ৩৩%, বিএনপি ১০%

আওয়ামী লীগ ৩৩%, বিএনপি ১০%

নিউজ ডেস্ক : প্রথম বারের মত দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ৩৩ শতাংশ, বিএনপির ধানের শীষ পেয়েছে ১০ শতাংশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১৪ শতাংশ ভোট।

মঙ্গলবার ৭১২ ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জন আওয়ামী লীগ প্রার্থী আগেই নির্বাচিত হয়েছেন। বাকি ৬৫৮ ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়।

ইসির কর্মকর্তারা জানান, প্রায় ৫শ ইউপির মধ্যে ৫৯ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে। এসব ইউপিতে মোট ভোটার রয়েছে ১ কোটি ৪ লাখ ৭১ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৬২ লাখ ৪১ হাজার ৪৯৫ জন।

ইসি সূত্রমতে, ৪৮৭ ইউপিতে আওয়ামী লীগ পেয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৬১৯ ভোট। বিএনপি পেয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৬৪। আর স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ১৪ লাখ ৪৪ হাজার ৭৮১টি। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি পেয়েছে মাত্র দশমিক ৬২ শতাংশ ভোট।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে