বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৪:১১:১৩

কাল প্যারেড মাঠে যাবেন না খালেদা

কাল প্যারেড মাঠে যাবেন না খালেদা

ঢাকা : কাল বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না তিনি বলে জানান চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে।  রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন না।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে