বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৭:২৯:২৯

‘‌প্রথমে মোবাইলে সংকেত, এরপর একেবারে বন্ধ’

‘‌প্রথমে মোবাইলে সংকেত, এরপর একেবারে বন্ধ’

ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ক্রমান্বয়ে সেখানে একটি সংকেত পাঠাবো।  কয়েক ঘণ্টার জন্য সিম বন্ধ রাখা হবে। এভাবে একপর্যায়ে বন্ধ হয়ে যাবে সিম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, প্রাথমিক পরিকল্পনায় আমরা ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধন কাজ শেষ করবো।  এভাবে গ্রাহককে ইঙ্গিত দিলে বা কয়েক ঘণ্টার জন্য সিম বন্ধ রাখলে নিজে গিয়েই তার সিমটি নিবন্ধন করে নেবেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজপথ থেকে কলকারখানা সবকিছু ইন্টারনেট সংযোগের আওতায় থাকবে।  আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া।  সেজন্য দেশের সমস্ত ফ্যাক্টরি, বিজনেস, কমিউনিটি এবং প্রত্যেকটি স্থান ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে।

তিনি বলেন, বর্তমানে টেলিটকের গ্রাহক ও সিম বিক্রি বৃদ্ধি পাওয়ায় সারাদেশে যাতে টেলিটকের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইওহান ফ্রিজেল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এবং এরিকসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে