নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধি সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন কাদের সিদ্দিকী।
হঠাৎ কেন টুঙ্গিপাড়ায় যাচ্ছেন কাদের সিদ্দিকী এমন প্রশ্নও অনেকের।
টুঙ্গিপাড়া সফরে তার সঙ্গে থাকছেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীকসহ দলীয় নেতৃবৃন্দ। এ কথা জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
২৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম