নিউজ ডেস্ক : বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্ব থেকে ছিটকে পড়ছে বিএনপি। সেই জায়গা দখল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইনজীবীদের প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বরাবরই ছিল বিএনপি-জামায়াতপন্থীদের দখলে। এবার সেখানেও ঢুকে পড়েছে আওয়ামীপন্থীরা।
অ্যাসোসিয়েশনের মোট ১৪টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮টি এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকনসহ ৬টি পদে জয়ী হয়েছেন।
সাদা প্যানেল সভাপতি ছাড়াও সহ-সভাপতি দুটির মধ্যে পদের ১টি, সহ-সম্পাদক পদের ২টি, ট্রেজারার ও কার্যনির্বাহীর ৪টিসহ মোট ৮টিতে জয় পেয়েছে।
নীল প্যানেল সম্পাদক পদের পাশাপাশি সহ-সভাপতি পদের ২টির একটিতে, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ৪টিসহ মোট ৬টিতে জয় পেয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহবায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত ১১ টার কিছু পরে ভোট গণনা শুরু হয়।
তিনি বলেন, দ্বিতীয় দিনে দুই হাজার ৫৩ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। এর আগে বুধবার প্রথম দিনে ১৮৬৮ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। এনিয়ে দু’দিনে মোট ৩৯২১জন ভোটার ভোট প্রয়োগ করেন।
হারুনুর রশীদ জানান, এ নির্বাচনে মোট ভোটের ৭৮ শতাংশ সদস্যের ভোট পড়েছে। মোট ভোটার হচ্ছে ৫০২৩ জন। আইনজীবী সমিতির মিলনায়তনে ৪৩টি বুথে ভোট নেওয়া হয়।
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস