শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০২:১৬:০৭

ব্রাসেলস হামলায়ও বিএনপি-জামায়াত: হাছান

ব্রাসেলস হামলায়ও বিএনপি-জামায়াত: হাছান

নিউজ ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার সাথে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ব্রাসেলসে সন্ত্রাসী বোমা হামলা ও বাংলাদেশে বিগত সময়ে বিদেশি হত্যাকাণ্ড, পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যা, ব্লগার-লেখক হত্যা সবই একই সূত্রে গাঁথা। তাই ব্রাসেলসে বোমা হামলার সাথে বিএনপি জামায়াত জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

এসময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি।

হাছান মাহমুদ বলেন, ক্যান্টেনমেন্ট এলাকায় এই হত্যাকাণ্ড সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, আগাম বার্তা জানিয়ে দিচ্ছে। এদেরকে নির্মূল করতে হবে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, হত্যাকারীরা যত বড় হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনুন। সমাবেশে সভপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিল।
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে