শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০৭:৫৭:০৭

মোবাইলে কথা বলতে বলতে এবার ট্রেনের নিচে জোবায়ের

মোবাইলে কথা বলতে বলতে এবার ট্রেনের নিচে জোবায়ের

ঢাকা : রাজধানীর বড়মগবাজার ও খিলগাওয়ে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে দু’যুবকের মৃত্যুর পর এবার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলেন জোবায়ের হোসেন নামে এক যুবক।


রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন জোবায়ের।  এ সময় ট্রেনের ধাক্কায় জোবায়ের ট্রেনের নিচে কাটা পড়েন।

এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল ৫টার দিকে।

পথচারীরা জানান, রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে জোবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পকেটে পাওয়া কার্ড থেকে তার নাম জানা যায়।  ঢামেক পুলিশের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে