ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ মার্চ কুমিল্লা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে তনু হত্যার বিচারের দাবিতে গণসমাবেশে লংমার্চের ঘোষণা দেন তিনি। আগামী রোববার সকাল ৮টায় রাজধানীর শাহবাগ থেকে এ লংমার্চের যাত্রা শুরু হবে।
গণজাগরণ মঞ্চের স্বাধীনতা দিবসের নিয়মিত কনসার্ট বাতিল করে শনিবার বিকেল ৩টা থেকে তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।
ইমরান এইচ সরকার বলেন, কুমিল্লায় সুশীল সমাজকে তনু হত্যা নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। কুমিল্লায় আন্দোলনকারীদের বাধা দেয়া হচ্ছে। আমরা বলতে চাই, কুমিল্লায় বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। সারাদেশে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ যখন রিজার্ভ লুটের ঘটনায় বিক্ষুব্ধ তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী তনুকে হত্যা করা হলো। আমার প্রশ্ন, এই রিজার্ভ চুরির ঘটনা আর তনুর পাশবিক নির্যাতনের ঘটনা কি আদৌ বিচ্ছিন্ন ঘটনা নাকি এর মধ্যে যোগসূত্র রয়েছে।
ইমরান এইচ সরকার বলেন, আমরা দেখেছি এ দেশে কোনো একটি ঘটনার বিচার হয়নি অথচ একটি ঘটনা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। রিজার্ভ লুটের ঘটনা অন্য একটি ঘটনা দিয়ে ধামাচাপা দেয়া হবে না বা হয়নি সেটি প্রমাণ করার দায়িত্ব প্রশাসনের।
তনু হত্যার পেছনে কোনো অসাধারণ ব্যক্তি জড়িত থাকলে তাদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
মঞ্চের সংগঠক মারুফ রসুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, মানবাধিকার কর্মী খুশি কবির, ছাত্র ইউনিয়নের কেন্দ্রী সভাপতি লাকী আক্তার, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন প্রমুখ।
প্রসঙ্গত, ২০ মার্চ রোববার দিবাগত রাতে ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিলেন।
২৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম