নিউজ ডেস্ক : কুমিল্লাবাসী জেগে উঠেছে, পুরো বাংলাদেশ জেগে উঠবে। আমাদের নারীনেত্রী যারা আছেন তাদের এ বিষয়ে স্বেচ্ছায় জেগে উঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, তনু আমাদের মেয়ে। তাকে নিরাপদ স্থানে পাশবিক নির্যাতন করা হয়েছে। সোহাগী জাহান তনুকে হত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে গোটা দেশকে জেগে উঠতে হবে। কুমিল্লাবাসী জেগে উঠেছে। পুরো বাংলাদেশ জেগে উঠবে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার ৪৫ বছর পর দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র-গণতন্ত্র খেলা চলছে। সত্য কথা বললে চক্ষুশুল হতে হয়। একে খন্দকার সত্যি কথা বলায় আওয়ামী লীগের চক্ষুশুল হতে হয়েছে।
গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের কাছ থেকে সোহাগী জাহান তনুর (১৯) মরদেহ উদ্ধার করা হয়। তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিলেন।
এদিকে তনু হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ মার্চ কুমিল্লা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে তনু হত্যার বিচারের দাবিতে গণসমাবেশে লংমার্চের ঘোষণা দেন তিনি। আগামী রোববার সকাল ৮টায় রাজধানীর শাহবাগ থেকে এ লংমার্চের যাত্রা শুরু হবে।
২৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম