শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০২:৩৩:০৯

শ্রদ্ধা জানাতে লাল-সবুজ ধারণ করেছে গুগল

শ্রদ্ধা জানাতে লাল-সবুজ ধারণ করেছে গুগল

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে লাল-সবুজ ধারণ করেছে গুগল ডুডল। সবুজের মাঝে লাল, আর লালের মাঝে সাদা রংয়ে ইংরেজি বর্ণে লেখা গুগল। মাঝে নদীর ওপর একটি সেতুর ছবি। সম্ভবত এটি যমুনা সেতু।

রাত ১২টার পর ২৬ মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় গুগলের এই ডুডলটি। সাধারণত গুরুত্বপূর্ণ যেকোনো দিবসকে সামনে রেখেই গুগল তাদের ডুডল পরিবর্তন করে। এবার বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে পরিবর্তন করা হলো সেটি।

২৬ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে