শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১১:২৮:৪৯

স্বাধীনতা দিবসে শিবিরের দীপ্ত ‘শপথ’

স্বাধীনতা দিবসে শিবিরের দীপ্ত ‘শপথ’

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকাশোভিত বর্ণাঢ্য র‌্যালি বের করেছে ইসলামী ছাত্রশিবির। বিশাল এই র‌্যালি থেকে দীপ্ত ‘শপথই’ নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর যাত্রাবাড়ী গেন্ডারিয়া রেল স্টেশন এলাকা থেকে র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মোহাম্মদ মাহমুজুল হক। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম, শিবির নেতা তোফাজ্জল হোসাইন, মাসুম তারিফ, মজিবুর রহমান মঞ্জু, ইমাম হোসাইন প্রমুখ।

এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে র‌্যালি বের করে শিবির। সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে শাখা সভাপতি হাসান জারিফের পরিচালনায়, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমেদ খানের উপস্থিতিতে র‌্যালি শুরু করে শিবির। র‌্যালিটি নদ্দা বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শাহিন আহমেদ খান সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার ৪৬তম বছর অতিক্রম করলেও যেই উদ্দেশ্য নিয়ে আমার মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছিলো সেই স্বাধ দেশের জনগন আজও ভোগ করতে পারছে না। পত্রপত্রিকার দিকে তাকালে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় মাতৃভূমিকে মনে হয় যেনো আজিমপুরের গোরস্তানে পরিণত হয়েছে। হাটে ঘাটে মাঠে ঘরে বেডরুমে নদীতে পুকুরে শুধু লাশ আর লাশ।
 
তিনি আরো বলেন,  যারা  এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন, আমাদের সেই প্রিয় ইসলামী নেতৃবৃন্দকে আজ বিচারের নামে হত্যা করা হচ্ছে এবং কারারুদ্ধ রাখা হয়েছে। অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীসহ সকল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নি:শর্ত মুক্তি দিতে হবে। তাদেরকে কারারুদ্ধ রেখে কখনোই স্বাধীনতার প্রকৃত স্বাধ গ্রহন সম্ভব নয়।
 
বর্ণাঢ্য র‌্যালীতে এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, অর্থ সম্পাদক জাকের হোসাইন, শিক্ষা সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

আহমদ ইমতিয়াজের নেতৃত্বে গাজীপুরের ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে এক বিশাল র‍্যালী বের করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

এসব র‌্যালি থেকে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো’ এমন শপথ নেয়া হয়। সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে