শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১১:৫৮:৫৪

‘তোমরাই তো একদিন মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে’

‘তোমরাই তো একদিন মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে’

নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরাই তো একদিন দেশ পরিচালনা করবে। আমাদের মতো মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে। এজন্য তাদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার জাতীয় শিশু-কিশোর সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকাল ৮টা ৩ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ৭টা ৫৮ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এসে তিনি টাইগার ক্যারাভ্যানে প্রবেশ করেন ও সেটা দেখেন। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়ে হেঁটে সমাবেশস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন পাকিস্তান সরকারের সময় আমরা সব সময় বৈষম্যের স্বীকার হয়েছি। এ দেশের মানুষের শিক্ষার সুযোগ ছিল না। তারা চিকিৎসা পেত না। তাদের খাবার ছিল না, আশ্রয় ছিল না।

তিনি বলেন, আমাদের অর্থ-সম্পদ লুট করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলারও অধিকার তারা কেড়ে নিতে চেয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরসহ শিশু-কিশোর-নারী-বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি তারা। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, তার (বঙ্গবন্ধু) আহ্বানে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। জাতির পিতা বাঙালির মনে স্বাধীনতার চেতনার জন্ম দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ কোনোদিক থেকে পিছিয়ে থাকবে না। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা এগিয়ে যাবো। ২০৪০ সালের মধ্যে আমরা হবো উন্নত দেশ।

উল্লেখ্য যে, জাতীয় শিশু-কিশোর সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করবে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে