সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৮:৪৭:৫৩

তনু হত্যায় স্বীকারোক্তি আদায়ে পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ

তনু হত্যায় স্বীকারোক্তি আদায়ে পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক : আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৭ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে তনুর মা-বাবা ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত শুক্রবার রাতে ও শনিবার সোহাগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপ প্রয়োগ করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোহাগী জাহান তনুর সঙ্গে ভিক্টোরিয়া কলেজের কোনো শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল—এমন স্বীকারোক্তি আদায়ে তার পরিবারকে চাপ প্রয়োগ করছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সোহাগীর মা আনোয়ারা বেগম, বাবা মো. ইয়ার হোসেন ও চাচাতো বোন লাইজু জাহানের সঙ্গে গতকাল রোববার কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অতিথিকক্ষে কথা হয়। তারা সেনানিবাস এলাকা থেকে বেরিয়ে মুরাদনগরের মির্জাপুরের গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

র‌্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মেজর মো. খুরশীদ আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হয়েছিল। তাই সোহাগীর মা ও ভাইবোনকে আনা হয়েছিল। তারা কাউকে আটক করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তদন্ত একটা চলমান প্রক্রিয়া। তার অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোহাগী হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সোহাগীর মা আনোয়ারা বেগম জানিয়েছেন, ‘এক কথা আশি বার জিগগাস করছে। কন ভিক্টোরিয়া কলেজের কার সঙ্গে তনুর সম্পর্ক আছিল। আমি তো মেয়ে ক্যান্টনমেন্টের বাইরে গেলে খোঁজ রাখছি। ভেতরে তো খোঁজ রাখি নাই। এইখানে সে ছোট বেলা থেকে বড় হইছে। সব অনুষ্ঠানে নাচগান করছে। নাটকও করছে। কোনো দিন কোনো কথা উঠে নাই। এখন মেয়ে নাই হাজারটা কথা উঠতেছে।’

সোহাগীকে কেন তার মা-বাবা বিয়ে দেননি এমন প্রশ্নও উঠেছে। সোহাগীর বড় ভাইয়ের সঙ্গে পরিবারের অন্য আত্মীয়দের মধ্যে কারও সঙ্গে সম্পর্ক আছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হচ্ছে। এসব জানিয়ে কাঁদতে কাঁদতে আনোয়ারা বেগম বলেন, ‘এইগুলা কী জিগাস করে। ক্যান করে? তনুর খুনের সঙ্গে এগুলার কী সম্পর্ক?’

এর আগে শুক্রবার রাত ১২টায় সোহাগীর মা আনোয়ারা বেগমকে র‌্যাব-১১-এর কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর ফজরের আজানের সময় তাকে ক্যান্টনমেন্ট বোর্ডের অতিথিকক্ষে রেখে যান তারা।

আনোয়ারা বেগম বলেন, ‘মুরাদনগরের মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে আমারে আনছে রাত ১২টার দিকে। কইছে আসামি ধরছে। দেখাইব। পরে ইবা-হিবা কইছে। আমার ছেলেরেও কী কী জিগাইছে। ভোরে আজানের সময় আমারে সোহাগীর আব্বার কাছে দিয়ো গ্যাছে ক্যান্টনমেন্ট বোর্ডের অতিথিকক্ষে।’

সোহাগীর বাবা ইয়ার হোসেনকেও একই ধরনের প্রশ্ন করা হয় বলে জানান তিনি। ইয়ার হোসেন বলেন, ‘আমি তো আমার মেয়ের খুনের বিচার চাই। আমার থাইকা নাম জানতে চায়। আমি কার নাম বলব।’

চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘তনু আমার একমাত্র মেয়ে। সে নাচগান করতে ভালোবাসত। কোনো দিন তার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। পড়ালেখা শেষ করে সে সেনানিবাসের ভেতরের স্কুলগুলোয় নাচগানের শিক্ষক হতে চেয়েছিল।’

জিজ্ঞাসাবাদের বিষয়ে সোহাগীর চাচাতো বোন লাইজু জাহান বলেন, ‘আমার কাছ থেকে নাম জানতে চাইছে। আমি বলছি একজন তাকে (সোহাগী) প্রপোজ করছিল। কিন্তু সে খুন করছে এই কথা বলি নাই। কারণ, তাকে কখনো দেখি নাই জোরাজুরি করতে বা ডিস্টার্ব করতে। সে এইখানে থাকেও না।’

সোহাগীর পরিবার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেনানিবাসের ভেতরে ‘অন্য’দের ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছে। আনোয়ারা বেগম বলেন, ‘অন্যদের ঢুকতে দিক। তারা দেখুক। ক্যামেরা চেক কইরা দেখুক কে খুন করছে।’

পরিবারের সদস্যরা জানান, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে সোহাগীর লাশ সেনানিবাসে তাদের বাসার দুই-তিন শ গজ দূরে উদ্ধার হয়। খুন করার আগে হত্যাকারীরা সোহাগীর মাথার হিজাব টেনে খুলে ফেলে, মাথার লম্বা চুল কাঁচি দিয়ে কেটে ফেলে। -প্রথম আলো
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে