সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ১০:৩৭:১৫

৩ দিনে বিদেশ যাবে পাসপোর্ট

৩ দিনে বিদেশ যাবে পাসপোর্ট

নিউজ ডেস্ক : বিদেশের মিশনগুলোতে তিনদিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রবাসীদের স্বার্থে দ্রুত পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে কুরিয়ার সংস্থা ডিএইচএল, ফেডারেল এক্সপ্রেস, টিএনটি সহ বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাসপোর্টগুলো পাঠানো হবে। এতে ২/৩ দিনের মধ্যে পাসপোর্টগুলো পৌঁছাবে।

বর্তমানে কূটনৈতিক ব্যাগে বিদেশে পাসপোর্ট পাঠানোর কারণে সময় লেগে যায় বলেও জানান মাসুদ রেজওয়ান।

পাসপোর্টের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ১০ বছর করা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান পাসপোর্টের বইয়ের কাভার পেজ ও পৃষ্ঠা ১০ বছরের মেয়াদ করার মতো উপযোগী নয়। তাই এখনই এগুলো ১০ বছর মেয়াদী করা সম্ভব হচ্ছে না। তবে, এ বছরের মধ্যে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হবে।
২৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে