নিউজ ডেস্ক : বিএনপি জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা চিল। দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা জানানো হয়নি। ধারণা করা হয়েছিল, কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও দুই মন্ত্রীর সাজার ব্যাপারে এই সংবাদ সম্মেলন হতে পারে। বক্তব্য আসতে পারে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়েও।
এছাড়া দলের জাতীয় কাউন্সিলের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানয়িছিলেন প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবীর খান।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস