মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ১০:২০:৫১

তনু হত্যার বিচারের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

তনু হত্যার বিচারের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আগামী ৩ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।  ওইদিন বিকেল ৪টায় টিএসসিতে ছাত্র সমাবেশ করা হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে বেলা ৩টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেয়ার সময় আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।  এসময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।  বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, সারাদেশে তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে, চলবে।  হত্যাকাণ্ডের আটদিন পরও সরকার তনু হত্যার কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

সাধারণ শিক্ষার্থীদের অবরোধে অংশ নেয় ঢাকা কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, সামাজিক সংগঠন জাগরণের আহ্বান, নটরডেম কলেজ, ঢাকাস্থ বৃহত্তর মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় অর্নাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যার আগে তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে