বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১২:৩৬:১২

কবর থেকে তোলা হলো তনুর লাশ

কবর থেকে তোলা হলো তনুর লাশ

নিউজ ডেস্ক : কবর থেকে উত্তোলন করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ। বুধবার বেলা পৌনে ১১টায় তনুর লাশ উত্তোলন শুরু করা হয় এবং বেলা ১১টা ৪০ মিনিটে লাশ উত্তোলন শেষ হয়।
 
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুত্ফুন নাহার ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে তনুর লাশ উত্তোলন করা হয়। এসময় জেলা পুলিশ, সিআইডি, ডিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তারাও ছিলেন।
 
জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করার পরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে তনুর লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।
 
এদিকে লাশ উত্তোলনের খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজারো উৎসুক জনতা কবরের আশপাশে ভিড় জমায় এবং তনু হত্যার বিচার দাবিতে মিছিল করে।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে