নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবীতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে পল্টন থানার দু’টি নাশকতার মামলায় মির্জা ফখরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়। আর এ খবর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছার সাথে সাথেই অবস্থানরত নেতাকর্মীরা তার মুক্তির দাবীতে বিক্ষোভ করেন।
বিএনপির নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বুধবার দুপুর পৌনে ১২টা ৫৫ মিনিটে মিছিলটি বের করা হয়। সেটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন