নিউজ ডেস্ক : মতিউর রহমান নিজামীর রায়ের রিভিউ পুনর্বিবেচনার দ্রুত শুনানির জন্য চেম্বার জজ আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর আপিলের রায়েও মৃত্যুদণ্ড বহাল বহাল রাখা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আজই শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান মো. ইকরামুল হক টুটুল।
বুধবার দুপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, নিজামীর আপিলের রায় নিয়ে করা রিভিউ পুনর্বিবেচনার আবেদন যাতে দ্রুত শুনানি হয় তার ব্যবস্থা করবো। এবং যাতে তার মৃত্যুদণ্ড বহাল থাকে তারও আর্জি জানানো হবে।
এর আগে ২৯ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজামীর রিভিউ আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন