নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় তাদের বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা। তবে কি খালেদা জিয়া গ্রেফতার হচ্ছেন- এমন প্রশ্ন নানাজনের।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে মাতুয়াইল কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে নুরে আলম নামের এক ঠিকাদার মারা যান।
এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং ২০-দলীয় জোটের ৬৯ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করা হয়।
এদিকে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব করার দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে যেতে হলো। পল্টন থানার নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন আদালত।
বুধবার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী।
মির্জা ফখরুল কারাগারে যাওয়ায় বেগম খালেদা জিয়ার গ্রেফতারের গুঞ্জন আরো একধাপ বেশি আলোচনায় মুখর হচ্ছে।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম