ঢাকা : রাজধানীর বাডডা থানার বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
৩০ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতের পরোয়ানায় যখন তখন পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম