বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:৩২:১৫

নার্সদের পেটালো পুলিশ, আসমারা হাসপাতালে

নার্সদের পেটালো পুলিশ, আসমারা হাসপাতালে

নিউজ ডেস্ক : পরীক্ষা পদ্ধতির বদলে মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বুধবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর দেড়টার দিকে পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।  এতে সাতজন আহত হয়েছে বলে তাদের দাবি।  তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সালাউদ্দিন আহমেদ, আসমা আক্তার, মুকুল হোসেন, ইমরান হোসেন, অম্বিকা, আবদুল লতিফ ও সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ করার কারণে শাহবাগ মোড় যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।  অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ জাফর আলী বিশ্বাস জানান, রাস্তায় বিক্ষোভ করায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আন্দোলনকারী নার্সদের হঠিয়ে দেয়া হয়েছে।  যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে