বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৬:২৪:১৯

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিএনপির বিক্ষোভ মিছিল

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা : দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৩০ মার্চ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়।  মিছিলটি দলীয় কার্যালয়ের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে আজ বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।  যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।  আসামি করা হয় ২০ দলীয় জোটের ৬৯ জনকে।  যাত্রাবাড়ী থানায় দু’টি মামলা করা হয়।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে