বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৭:৩০:৪৪

পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে নাকি : সুরঞ্জিত

পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে নাকি : সুরঞ্জিত

ঢাকা : আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী সাজা পাওয়ায় সরকারের অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
 
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, দুই মন্ত্রীর ঘটনায় সরকার, সবারই বহুত ক্ষতি হয়েছে।  সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
 
মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী  আ ক কম মোজাম্মেল হক।

ওই বক্তব্যের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে রোববার সাজা দেয় আপিল বিভাগ।  দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

তিনি বলেন, আদালত অবমাননার দায়ে দেশের জনগণকে একটি বার্তা পৌঁছে দিতেই দুই মন্ত্রীকে এ দণ্ড দেয়া হলো।
 
দণ্ডপ্রাপ্তদের মন্ত্রী পদে থাকা যৌক্তিক কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত।
 
তিনি বলেন, আমি বির্তকে জড়াতে চাই না।  তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ।  কেন আমি পদত্যাগ করিনি, পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে কি? এটা তাদের ন্যায়-নীতির ওপর।  তবে অসামাজিক, অনৈতিক, অন্যায় ও অবিচার কোনোটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ন্যায়-নিষ্ঠা বাদ দিয়ে পৃথিবীর কেউ চলতে পারে না। বিচার ব্যবস্থা হতে হবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে।  হাতে ক্ষমতা থাকলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না।  যিনি দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আছেন তাদের আরো বেশি করে ভেবে সিদ্ধান্ত নেয়া উচিত।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে