বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৯:৩৭:৪২

৬৩৯ ইউপির ভোটগ্রহণ শেষ

৬৩৯ ইউপির ভোটগ্রহণ শেষ

নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে(ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রথম ধাপের নির্বাচনে ব্যাপক জালিয়াতি এবং সংঘর্ষ ও গুলিতে অন্তত ২৮ জনের প্রাণহানি হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। তবে নির্বাচন কমিশনের কর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের অনিয়ম ও সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিশন বেশকিছু ব্যবস্থা নিয়েছে। তাই বৃহস্পতিবার ভোটে এ ধরনের প্রবণতা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
 
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ২৬৬২ জন, সাধারণ সদস্য পদে ২১,২৫৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপে ভোটের আগেই আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে মোট ১ কোটি ১২ লাখ ১২,৩৩৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ লাখ ৩০,২৩২ জন ও নারী ভোটার ৫৫ লাখ ৮৪,৭০৭ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬২০৫ ও ভোটকক্ষের সংখ্যা ৩২,০২১টি।

প্রতিপক্ষের কেন্দ্র দখলের হুমকি-ধমকিসহ নানা অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করে প্রতিকার চেয়েছেন তারা। এ নিয়ে পাড়া-মহল্লায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবরও ইতিমধ্যে পাওয়া গেছে।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনে যে কোনো রকম অনিয়ম বা সহিংসতার ঘটনা কঠোর হাতে দমন করা হবে। অনিয়মের ঘটনা ঘটলে দায়িত্ব পালনকারীদের জবাবদিহি করতে হবে। কেউ রেহাই পাবেন না। কেউ দায়িত্ব এড়ালে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে