ঢাকা : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যস্ত হয়ে পড়েছেন। রাজনৈতিকভাবে তৎপর হয়ে উঠছেন তিনি।
গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলছে তার। ২০ দলীয় জোটকে ঐক্যবদ্ধ করার জন্য লড়ছেন বিএনপি নেত্রী। এরই অংশ হিসেবে জোটের শরিকদল ‘ইসলামী ঐক্যজোটের’ জাতীয় কাউন্সিলে অংশ নেবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
জাতির উদ্দেশ্যে উক্ত সম্মেলনেই মুখ খুলবেন বেগম জিয়া। আজ (বৃহস্পতিবার) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
গতকাল (বুধবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই গ্রেফতার করা হয় মির্জা ফখরুল ইসলামকে।
একই দিনে বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বেগম খালেদা জিয়া এই বিষয়ে বক্তব্য রাখবেন তার নেতৃত্বাধীন ওই জোটের কাউন্সিল অনুষ্ঠানে।
৩১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর