নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপে ইউনিয়র পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান।
এতে অভিযোগ করা হয়, জালভোট প্রদান, সরকারী দলের প্রার্থী কর্তৃক বিরোধী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা এবং ভোট কেন্দ্র দখলের মাধ্যমে ব্যাপক সহিংসতা, সন্ত্রাস ও আতংকের মধ্য দিয়ে ৬৩৯টি ইউনিয়নে নির্বাচনের প্রহসন অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘গত ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপে ৭১২টি ইউনিয়নে যেভাবে ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার চাইতেও অধিক পরিমাণে ব্যালট ডাকাতি, জালভোট প্রদান, ভোট কেন্দ্র দখল করে নৌকায় সিলমারাসহ ব্যাপক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে আজ ৬৩৯টি ইউনিয়ন পরিষদে ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ডা.শফিকুর বিবৃতিতে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কোনো ইচ্ছা বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের নেই। তারা ব্যালট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডারদের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার বানিয়ে গোটা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই।
বিবৃতিতে অভিযোগ করা হয়, আজকের নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে শহিদুল ইসলাম শুভ নামের দশ বছরের একটি শিশু নিহত হয়েছে এবং আরো দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
এছাড়াও সন্ত্রাসীদের হামলায় যশোরের চাচড়ায় ১জন ও জামালপুরে ১ ব্যক্তি নিহত হয়েছে এবং সারা দেশে শত শত লোক আহত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের ক্যাডারদের ভোট কেন্দ্র দখল ও জালভোট রোধ করতে না পেরে বিরোধী দলের ৬জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।
ভোলা জেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়েছে।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যালট কেটে নৌকায় সিল মেরে বাক্সে ডুকিয়েছে।
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিরোধী দলের পোলিং এজেন্টদের জোরকরে বের করে দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৌকায় সিল মেরে বাক্সে ডুকিয়েছে।
নাটোর জেলার লালপুর উপজেলায় সব ভোট কেন্দ্র থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করে নৌকায় সিল মারা হয়েছে।
যশোরের চুড়ামনকাঠিতে ব্যালটে সিলমারার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন, খোকসাবাড়ী ইউনিয়ন, বহুলী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র থেকে বিরোধীদলের ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মেরেছে।
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর, চরপরবর্তী, চরহাজারী, মুছাপুর, চরএলাহী, প্রত্যেকটি ইউনিয়নেই অন্তত ৩/৪টি ভোট কেন্দ্র দখল করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় নৌকায় সিল মেরেছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, আজ অনুষ্ঠিত প্রায় সকল ইউনিয়ন পরিষদের নির্বাচনেই ব্যাপক সন্ত্রাস, সহিংসতা, ব্যালট ডাকাতি, জালভোট প্রদান ও কারচুপির আশ্রয় নিয়ে সরকারী দলের প্রার্থীদের বিজয়ী করার অপচেষ্টা চালানো হয়েছে। এ থেকে আবারো প্রমাণিত হলো যে, সরকারের আজ্ঞাবহ বর্তমান নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
বিবৃতিতে তিনি দাবি করেন, আজকে অনুষ্ঠিত যে সকল ইউনিয়ন পরিষদে ভোট ডাকাতি, সন্ত্রাস, সহিংসতাসহ নানা ধরনের অনিয়ম ও কারচুপি হয়েছে সে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে পূনরায় নির্বাচন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা ডা.শফিকুর রহমান।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস