ঢাকা : আগুন লাগার খবরে সচিবালয়ে তিন মিনিটের ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে সচিবালয়ে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল হক।
তিনি জানান, বেলা ১২টা ৪৮ মিনিটে সচিবালয়ের ৮ নম্বর ভবনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিচতলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ১২টা ৫১ মিনিটেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে ছুটে যায়।
মাহমুদুল হক জানান, আগুনে কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভবনের লোকজনের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সচিবালয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবরে সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে তার ডেস্ক ও রুম থেকে দৌড়ে বেরিয়ে আসেন। এসময় কিছুটা হুড়োহুড়িও লক্ষ্য করা যায়।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম