শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০১:৪৫:০৭

পহেলা বৈশাখে ভুভুজেলা নিষিদ্ধ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পহেলা বৈশাখে ভুভুজেলা নিষিদ্ধ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : আর কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখকে সামনে রেখে ‘ভুভুজেলা’ নিষিদ্ধ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এজন্য ‘পহেলা বৈশাখে ভুভুজেলা নিষিদ্ধ চাই’ শিরোনামে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যানার পোস্ট করেছেন তিনি। কিন্তু কেন তিনি এই দাবি জানালেন? দার একটা ব্যাখ্যাও দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি লিখেছেন ‘দেশীয় বাঁশীর মোহনীয়তা যেন ঢাকা না পড়ে যায়’। অনেকেই তার সাথে সহমত প্রকাশ করেছেন কমেন্টে।

গত বছরে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী নিগ্রহের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। সেসময় অনেকেই এই ভুভুজেলা নিয়ে আপত্তি তোলেন।

ব্রাজিল এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশে অনেক আগে দূরবর্তী গ্রামের বাসিন্দাদের ডাকার জন্য ভুভুজেলা ব্যবহার করা হতো। ভুভুজেলা নামের এই অদ্ভুত যন্ত্রটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে প্রথম দেখা যায়। বাঁশিটি সকল দর্শকদের আনন্দের খোরাক হিসেবে তখন ব্যবহার শুরু হয়েছিল। সেই থেকে বাংলাদেশেও এই বাঁশিটি ছড়িয়ে পড়ে।

লাতিন আমেরিকায় এর উৎপত্তি হলেও ব্রাজিলসহ কিছু দেশে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া রিয়েল মাদ্রিদসহ বিখ্যাত ফুটবল ক্লাবগুলো এই শব্দের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে। এবার বাংলাদেশেও নিষিদ্ধের দাবি উঠছে।

শাহরিয়ার আলমের ওই পোস্টের নিচে কমেন্টে Pijush Gomosta নামে একজন লিখেছেন, এই ভুভুজেলা নামক যন্ত্রটির মেলায় আসা লোকজনকে ভিষন ভাবে যন্ত্রনা দেয়। বিশেষ করে এই যন্ত্রটি কেনো ভদ্র ছেলে পেলেদের হাতে থাকে না। দেখা যায় বাহির থেকে যাওয়া কিছু বকাটের দলের হাতেই এই বাঁশি এরা মানুষের কানের কাছে কাছে বাজিয়ে মানুষকে বিরক্ত করে। বিশেষ করে মেয়েদের আসেপাশেই এদর ঘুরাঘুরি।

Rasel Ahamed নামে আরেক জন লিখেছেন, এই ভুভুজেলার জন্য আশেপাশে কেও কোনো বিপদে পরলে তা বোঝা যাই না। গত পহেলা বৈশাখের দুর্ঘটনার জন্য এই শব্দও দায়ী।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে