শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৭:১৭:৩০

তখন তনু আর্তনাদ করেছিলেন কি না : গণজাগরণ মঞ্চ

তখন তনু আর্তনাদ করেছিলেন কি না : গণজাগরণ মঞ্চ

নিউজ ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গণজাগরণ মঞ্চ।  

১ এপ্রিল শুক্রবার গণজাগরণ মঞ্চের নাগরিক সমাবেশে বক্তারা এ প্রশ্ন তোলেন।

শাহবাগে আয়োজিত ‘তনু হত্যার বিচার ও পাশবিক নির্যাতনে সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড করার দাবি’ শীর্ষক সমাবেশে বক্তারা এ প্রশ্ন তোলেন।

তারা বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে তনুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।  এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না।

সমাবেশে সিপিবি নেতা জলি আক্তার বলেন, কেন স্বাধীন বাংলাদেশে নারীদের পাশবিক নির্যাতন করছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোন পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।

জলি আক্তার বলেন, কিন্তু কেন স্বাধীন দেশে আরো ২ লাখ মা-বোনকে পাশবিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।

শিল্পী মাহমুদুজ্জামান বাবু বলেন, কল্পনা চাকমাকে যখন আর্মিরা ঘর থেকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তিনি চিৎকার করেছিলেন, আর্তনাদ করেছিলেন। আমার মনে হয়, তনুকে যখন সেনানিবাসে পাশবিক নির্যাতন করা হয়েছিল, তখন তনু আর্তনাদ করেছিলেন কি না?

তনুর হত্যার বিষয়ে তিনি বুদ্ধিজীবীদের নিশ্চুপ থাকার প্রতিবাদ করে বলেন, আমাদের বুদ্ধিজীবী, শিল্পীরা আজ রাষ্ট্রের কাছে নতজানু।  তারা ভীত, পরাস্ত, অবনত।  

সভাপতির বক্তব্যে ইমরান এইচ সরকার অনতিবিলম্বে পাশবিক নির্যাতনের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড করার দাবি জানান।  

তিনি বলেন, তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও সরকারের টনক নড়ছে না।  তারা বিচার ত্বরান্বিত করছেন না।

সমাবেশে ছাত্র ইউনিয়ন, সিপিবি নারী সেল, জাসদ ছাত্রলীগ, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে