শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১০:৫৩:১৭

গার্মেন্টসে পরিশ্রমের চাকরি করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন মেয়েরা

গার্মেন্টসে পরিশ্রমের চাকরি করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন মেয়েরা

নিউজ ডেস্ক : হাড় খাটুনি পরিশ্রম করে ২২ নারী শ্রমিক পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। একেবারে বিনা খরচে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছেন পোশাক শিল্পের মেধাবী নারী কর্মীরা৷

তাদের এ সুযোগ দিয়েছে একটি বিশ্ববিদ্যালয়৷ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছেন তারা।  পোশাক কর্মীদের এমন সুযোগ করে দিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডাব্লিউ)৷

বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই দাবি করে আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যার টাকা আছে তারা শুধু তাকেই লেখাপড়ার সুযোগ দেয় না, তাদের কাছে শিক্ষার্থীর মেধাই সবচেয়ে বড় কথা৷

সম্প্রতি তারাই বাংলাদেশের পোশাক শিল্পের মেধাবী নারী কর্মীদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ দিয়েছে৷ প্রথম বছরে সুযোগ পেয়েছেন ২২ জন৷ রীতিমতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সুযোগ পেয়েছেন তারা৷

বাংলা, অংক ও ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন এসএসসি পাস মোট ৬২২ জন নারী পোশাক কর্মী৷ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত ২২ জন প্রাক-বিশ্ববিদ্যালয় পর্বের দু'বছরের কোর্স শুরু করেছেন গত জানুয়ারি থেকে৷

নারী পোশাক কর্মীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার খবর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান৷

২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন৷ বাংলাদেশ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়টি মূলত ইকিয়া ফাউন্ডেশন ও বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে পরিচালিত৷

বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কানাডা, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, সিরিয়া, ভিয়েতনামসহ ১৬ টি দেশের শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করেন৷
১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে