নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডে গাড়ি চাপায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতেন নাম হাবিবুর রহমান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলায়। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান সেনা বাহিনীর সদস্য ছিলেন। তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে র্যাবের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বলেন, হাবিবুর রহমান ছুটিতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ভোরেই বাস ধরার জন্যে জাসিম উদ্দিন রোড মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন।
উওরা পূর্ব থানার ওসি আবু বকর বলেন, শনিবার ভোরে টাঙ্গাইলের কালীহাতির নিজ বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়।
আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস