শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৪:৫৭:৩১

সিআইডি কার্যালয়ে তনুর বাবা-মা, চলছে জিজ্ঞাসাবাদ

সিআইডি কার্যালয়ে তনুর বাবা-মা, চলছে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক : জিজ্ঞাসাবাদের জন্য তনুর বাবা-মা সহ পরিবারের পাঁচ সদস্যকে কুমিল্লা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৪টা) তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।

তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) আব্দুল কাহার আকন্দ পিপিএম। তার সঙ্গে আছেন সিআইডির সিনিয়র এএসপি ইনছান উদ্দিন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পুলিশ সুপার ড. নাজমুল করিম খানসহ কুমিল্লা জেলা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।  

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা সেনানানিবাস এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি টিম। এরপর তনুর বাবা-মা দুই ভাই ও এক বোনকে সিআইডি কার্যালয়ে ডাকা হয়।

প্রসঙ্গত গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ পাওয়া যায়। তাকে পাশবিক নির্যাতনের পর হত্যার করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে