স্পোর্টস ডেস্ক : সময়টা খুবই খারাপ যাচ্ছে নাসিরের। বিশ্বকাপে দলে থাকার পরও মাঠে খেলতে পারিনী। টাইগাররা বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া অফস্পিন অলরাউন্ডার নাসির হোসেন এবার বাদ পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আইকন খেলোয়াড়ের তালিকা থেকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছয় আইকনের একজনের হলেও এবারের আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিএফএল) আইকন প্লেয়ারের তালিকায় বাদ দেয়া হয়েছে তার নাম। শনিবার এক সভা শেষে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান গাজী গোলাম মোর্তুজা জানান, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আগামী আসরের আইকন খেলোয়াড়ের তালিকায় এবার যোগ হয়েছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান, বাদ পড়েছেন নাসির।
ইমরুল, সাব্বির ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগের আইকন খেলোয়াড়ের তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
সিসিডিএম প্রধান জানান, আগামী ২২ এপ্রিল শুরু হতে পারে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে ১০ এপ্রিল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে দল গঠন করবে ক্লাবগুলো। আইকন শ্রেণিতে থাকা খেলোয়াড়রা পাবে সর্বোচ্চ ৩০ লাখ টাকা। এছাড়া ‘এ’ প্লাস শ্রেণিতে ২৫ লাখ, ‘এ’ শ্রেণিতে ২০ লাখ, ‘বি’ প্লাস শ্রেণিতে ১৫ লাখ, ‘বি’ শ্রেণিতে ১২ লাখ, ‘সি’ শ্রেণিতে ৮ লাখ, ‘ডি’ শ্রেণিতে ৫ এবং ‘ই’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা সাড়ে তিন লাখ টাকা করে পাবেন।
৩ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস