নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য মাওলানা মতিউর রহমান নিজামীর আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। ওই রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর তার অন্যতম আইনজীবী এস এম শাহজাহান রোববার সকালে ছয় সপ্তাহ সময়ের আবেদন করেন। তার বক্তব্য শুনে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়। আদেশে বলা হয়, ‘এই সপ্তাহে নয়’।
পারে শাহজাহান আদালত থেকে বেরিয়ে বলেন, আমরা শুনানির আগে ছয় সপ্তাহ সময় চেয়েছিলাম। আদালত এক সপ্তাহ সময় দিয়েছে। এক সপ্তাহ পরে বিষয়টি শুনানির জন্য আসবে।
মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য ২৯ মার্চ আবেদন করেন নিজামী। তার রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৩০ মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
রিভিউ আবেদন দায়েরর পর নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন জানিয়েছিলেন, ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে তারা মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে খালাস চেয়েছেন।
রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন নিজামী। দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস